একাদশী তালিকা ২০২৪ ইসকন এবং বৈষ্ণব মতে সঠিক সময় জানুন
প্রিয় পাঠক গণ, সবাই কেমন আছেন..! আশাকরি সবাই ভালো আছেন। টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব সেটি। আজকে আমরা ২০২৪ সালের একাদশী ব্রত উপবাস ও পারনের সময়সূচী নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সেই সাথে আপনাদের আর একটি বিষয়ে জানানোর চেষ্টা করব তা হচ্ছে, একাদশীতে কি কি খাওয়া নিষিদ্ধ ও কি কি খেতে পারবেন সেই সকল বিষয়ে। আশাকরি, আজকের পোস্টটি আপনাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পোস্ট সূচিপত্র ঃ
একাদশী ব্রত উপবাস
হিন্দু ধর্ম মতে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্ত কর্তব্য। একাদশী হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণ পক্ষের একাদশ তম চন্দ্র তিথিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। আর এই দিন সকল ভক্তগণ ভগবানের উদ্দেশ্যে একাদশী ব্রত উপবাস পালন করে থাকে। প্রতিটি একাদশীর সময় নির্বাচন করা হয় চাঁদের অবস্থান অনুযায়ী। শাস্ত্র মতে প্রতি ১৫ দিন দিন পর পর পৃথিবীতে একটি করে একাদশী তিথি আসে । আর, এই দিনই একাদশী ব্রত উপবাস পালন করা হয়।
▶▶ আরো পড়ুন: দোল পূর্ণিমা কবে 2024 জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
একাদশী মূলত একটি পূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয়। পৃথিবীতে প্রতি বছর ২৪ টি একাদশী তিথি আসে কিন্তু অধিবর্ষের কারণে কখনও কখনও ২ টা একাদশী তিথি বেশি পালিত হয়। একাদশী ব্রত পালন করলে অশান্ত মন শান্ত হয়ে যায়, মনের সকল ভ্রান্ত ধারণা দূর হয়ে যায় ও মনে একাগ্রতা বৃদ্ধি পায়। একাদশী ব্রত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হতে দেখা যায়। এই দিনে বৈষ্ণব অনুগামীরা একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্য উপাসনা করে থাকে।
হিন্দুধর্মের, একাদশীর ব্রত উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হল মন ও শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিচালিত করা। এছাড়াও, উপবাসের সাথে যুক্ত বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে। একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই বিরতির সময়কাল উচ্চ প্রোটিন ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন মটরশুঁটি এবং রবিশস্যের পরিবর্তে শুধুমাত্র ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্য খাওয়া হয়। একাদশী ব্রত পালন করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
▶▶ আরো পড়ুন ঃ একাদশী পারনের নিয়ম ও একাদশীতে কি কি খাওয়া নিষিদ্ধ জানুন
একাদশী তালিকা ইসকন এবং বৈষ্ণব মতে
সনাতন ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ যা বলে শেষ করবার মতো নয়। তাই, সনাতন ধর্মাবলম্বীদের সকলেরই চলতি বছরের তথা ২০২৪ সালের একাদশী ব্রত তালিকা জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চলতি বছরের একাদশী ব্রত তালিকা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমাদের আজকের পোস্টটি সম্পূর্ণ ধৈর্য্যের সাথে পড়ুন।
আমরা সকলেই জানি যে, প্রতি বছর ২৪ টি একাদশী তিথি আসে। অর্থাৎ প্রতি মাসে ২ টা করে একাদশী ব্রত পালিত হয়ে থাকে(১২×২=২৪) । কিন্তু, চলতি (২০২৪) বছরটি একটু অন্যরকম, পঞ্জিকা অনুসারে জানা যায় এই বছর অন্যান্য বছরের তুলনায় ২টি একাদশী তিথি বেশি পালিত হবে। তাঁর মানে চলিত (২০২৪) বছরে ১২ মাসে মোট একাদশী পালিত হবে ২৬ টি। বৈজ্ঞানিক গণনায় জানা যায় অধিবর্ষের কারণে এবছর দুটি অতিরিক্ত একাদশী পালিত হবে। অর্থাৎ, এবছর ২৪ এর পরিবর্তে ২৬ টি একাদশী ব্রত পালিত হবে।
▶▶ আরো পড়ুন ঃ ২০২৪ সালের সকল বৈষ্ণবীয় তিথিসমূহ দেখে নিন একনজরে
একাদশী ব্রত মূলত চন্দ্র তিথিকে কেন্দ্র করেই পালিত হয় একথা আমরা সকলেই জানি। সনাতন ধর্ম শাস্ত্র মতে একাদশী ব্রত ভাগবান বিষ্ণুর অনেক প্রিয়। তাছাড়া, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, একাদশী ব্রত পালনের মহিমা মহাভারতের স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন। একাদশী ব্রত পালনের মধ্য দিয়ে ভগবান বিষ্ণুর আশির্বাদ লাভ করা যায়। যাই, হোক এতোক্ষণ আমরা একাদশী ব্রত নিয়ে অনেক কথা বলে ফেলছি, এবার কাজের কথায় আসি নিচে আপনাদের সুবিধার্থে একাদশী তালিকা ২০২৪ ইসকন এবং বৈষ্ণব মতে সঠিক সময় উল্লেখ করা হয়েছে।
10.একাদশী তালিকা ২০২৪ লিস্ট
পৌষ মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী জানুয়ারী 2024
সাফলা একাদশী (কৃষ্ণপক্ষ) – 7 জানুয়ারী 2024
পুত্রদা একাদশী (শুক্লপক্ষ) – 21 জানুয়ারী 2024
মাঘ মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী ফেব্রুয়ারি 2024
ষটতিলা একাদশী (কৃষ্ণপক্ষ) – 6 ফেব্রুয়ারি 2024
ভৈমী বা জয়া একাদশী (শুক্লপক্ষ) – 20 ফেব্রুয়ারি 2024
ফাল্গুন মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী মার্চ 2024
বিজয়া একাদশী (কৃষ্ণপক্ষ) – 6 মার্চ 2024
আমলকীব্রত একাদশী (শুক্লপক্ষ) – 20 মার্চ 2024
চৈত্র মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী এপ্রিল 2024
পাপামোচনী একাদশী (কৃষ্ণপক্ষ) – 5 এপ্রিল 2024
কামদা একাদশী (শুক্লপক্ষ) – 19 এপ্রিল 2024
বৈশাখ মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী মে 2024
বরুথিনী একাদশী (কৃষ্ণপক্ষ) – 4 মে 2024
মোহিনী একাদশী (শুক্লপক্ষ)- 19 মে 2024
▶▶ আরো পড়ুন: ২০২৪ সালে কবে কবে পড়েছে পূর্ণিমা তিথি সম্পূর্ণ তালিকা দেখে নিন
জ্যৈষ্ঠ মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী জুন 2024
অপরা একাদশী (কৃষ্ণপক্ষ) – 3 জুন 2024
পাণ্ডবা/নির্জলাএকাদশী (শুক্লপক্ষ) – 18 জুন 2024
আষাঢ় মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী জুলাই 2024
যোগিনী একাদশী (কৃষ্ণপক্ষ) – 2 জুলাই 2024
শয়ন একাদশী (শুক্লপক্ষ) – 17 জুলাই 2024
শ্রাবণ মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী আগস্ট 2024
কামিকা একাদশী (কৃষ্ণপক্ষ) – 31 জুলাই 2024
পবিত্রারোপিনী একাদশী (শুক্লপক্ষ) – 16 আগস্ট 2024
ভাদ্র মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী সেপ্টেম্বর 2024
অন্নদা একাদশী (কৃষ্ণপক্ষ)- 29 আগস্ট 2024
পার্শ্ব একাদশী (শুক্লপক্ষ) – 14 সেপ্টেম্বর 2024
আশ্বিন মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী অক্টোবর 2024
ইন্দিরা একাদশী (কৃষ্ণপক্ষ) – 28 সেপ্টেম্বর 2024
পাশাঙ্কুশা একাদশী (শুক্লপক্ষ) – 14 অক্টোবর 2024
কার্তিক মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী নভেম্বর 2024
রমা একাদশী (কৃষ্ণপক্ষ)- 28 অক্টোবর 2024
উত্থান একাদশী (শুক্লপক্ষ) – 12 নভেম্বর 2024
অগ্ৰহায়ণ মাসে যে দুটি একাদশী থাকবে। একাদশী ডিসেম্বর 2024
উৎপন্ন একাদশী (কৃষ্ণপক্ষ) – 27 নভেম্বর 2024
মোক্ষদা একাদশী (শুক্লপক্ষ)- 11 ডিসেম্বর 2024
একাদশী তালিকা ২০২৪ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী |
|||
ইংরেজি তারিখ ও মাস |
বার(দিন) |
একাদশীর নাম |
|
---|---|---|---|
৭ জানুয়ারি |
রবিবার |
সফলা একাদশ | |
২১ জানুয়ারি |
রবিবার |
পুত্রদা একাদশী |
|
৬ ফেব্রুয়ারি | মঙ্গলবার |
ষটতিলা একাদশী |
|
২০ ফেব্রুয়ারি |
মঙ্গলবার |
ভৈমী একাদশী |
|
৭ মার্চ |
বৃহস্পতিবার |
বিজয়া একাদশী |
|
২০ মার্চ |
বুধবার |
আমলকীব্রত একাদশী |
|
৫ এপ্রিল |
শুক্রবার |
পাপমোচনী একাদশী |
|
২০ এপ্রিল |
শনিবার |
কামদা একাদশী |
|
৪ মে |
শনিবার |
বরুথিনী একাদশী |
|
১৯ মে |
রবিবার |
মোহিনী একাদশী |
|
৩ জুন |
সোমবার |
অপরা একাদশী | |
১৮ জুন |
মঙ্গলবার |
পাণ্ডবা নির্জলা একাদশী |
|
২ জুলাই |
মঙ্গলবার |
যোগিনী একাদশী |
|
১৭ জুলাই |
বুধবার |
শয়ন একাদশী |
|
৩১ জুলাই |
বুধবার |
কামিকা একাদশী |
|
১৬ আগস্ট |
শুক্রবার |
পবিত্রারোপণ একাদশী |
|
২৯ আগস্ট |
বৃহস্পতিবার |
অন্নদা একাদশী |
|
১৪ সেপ্টেম্বর |
শনিবার |
পার্শ্ব একাদশী |
|
২৮ সেপ্টেম্বর |
শনিবার |
ইন্দিরা একাদশী |
|
১৪ অক্টোবর |
সোমবার |
পাশাস্কুশা একাদশী | |
২৮ অক্টোবর |
সোমবার |
রমা একাদশী |
|
১২ নভেম্বর |
মঙ্গলবার |
উত্থান একাদশী |
|
২৭ নভেম্বর |
বুধবার |
উৎপন্ন একাদশী |
|
১১ ডিসেম্বর |
বুধবার |
মোক্ষদা একাদশী |
|
২৬ ডিসেম্বর |
বৃহস্পতিবার |
সফলা একাদশী |
▶▶ আরো পড়ুন ঃ ২০২৪ সালের সরস্বতী পূজা কত তারিখ জেনে নিন
একাদশী তালিকা ২০২৪ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী
বাংলা ক্যালেন্ডার অনুযায়ী |
|||
বাংলা তারিখ ও মাস |
বার(দিন) |
একাদশীর নাম |
|
---|---|---|---|
২৩ পৌষ |
রবিবার |
সফলা একাদশ | |
৭ মাঘ |
রবিবার |
পুত্রদা একাদশী |
|
২৩ মাঘ | মঙ্গলবার |
ষটতিলা একাদশী |
|
৭ ফাল্গুন |
মঙ্গলবার |
ভৈমী একাদশী |
|
২৩ ফাল্গুন |
বৃহস্পতিবার |
বিজয়া একাদশী |
|
৬ চৈত্র |
বুধবার |
আমলকীব্রত একাদশী |
|
২২ চৈত্র |
শুক্রবার |
পাপমোচনী একাদশী |
|
৭ বৈশাখ |
শনিবার |
কামদা একাদশী |
|
২১ বৈশাখ |
শনিবার |
বরুথিনী একাদশী |
|
৫ জৈষ্ঠ্য |
রবিবার |
মোহিনী একাদশী |
|
২০ জৈষ্ঠ্য |
সোমবার |
অপরা একাদশী | |
৪ আষাঢ় |
মঙ্গলবার |
পাণ্ডবা নির্জলা একাদশী |
|
১৮ আষাঢ় |
মঙ্গলবার |
যোগিনী একাদশী |
|
২ শ্রাবণ |
বুধবার |
শয়ন একাদশী |
|
১৬ শ্রাবণ |
বুধবার |
কামিকা একাদশী |
|
১ ভাদ্র |
শুক্রবার |
পবিত্রারোপণ একাদশী |
|
১৪ ভাদ্র |
বৃহস্পতিবার |
অন্নদা একাদশী |
|
৩০ ভাদ্র |
শনিবার |
পার্শ্ব একাদশী |
|
১৩ আশ্বিন |
শনিবার |
ইন্দিরা একাদশী |
|
২৯ আশ্বিন |
সোমবার |
পাশাস্কুশা একাদশী | |
১২ কার্তিক |
সোমবার |
রমা একাদশী |
|
২৭ কার্তিক |
মঙ্গলবার |
উত্থান একাদশী |
|
১২ অগ্রহায়ণ |
বুধবার |
উৎপন্ন একাদশী |
|
২৬ অগ্রহায়ণ |
বুধবার |
মোক্ষদা একাদশী |
|
১১ পৌষ |
বৃহস্পতিবার |
সফলা একাদশী |
একাদশী তালিকা ২০২৪ ছবি
▶▶ আরো পড়ুন ঃ কোজাগরী লক্ষী পূজার পাঁচালী ও লক্ষী পূজার সকল মন্ত্র একসাথে
7.একাদশী সংকল্প মন্ত্র
একাদশ্যাং নিরাহারঃ স্থিত্বা ওহম অপরেহহনি
ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরনং মে ভাবাচ্যুত।
8.একাদশী পারণের মন্ত্র
অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেব কেশব
প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব।
9.মহাপ্রসাদ গ্রহনের মন্ত্র
মহাপ্রসাদে গোবিন্দে, নাম-ব্রহ্মনী বৈষ্ণবে।
স্বল্প-পুণ্য বতাং রাজন, বিশ্বাস নৈব জায়তে।
শরীর অবিদ্যা-জাল, জড়েন্দ্রীয় তাহে কাল;
জীবে ফেলে বিষয়-সাগরে।
তা'র মধ্যে জিহ্বা অতি, লোভময় সুদুর্মতি;
তা'কে জেতা কঠিন সংসারে ।।
কৃষ্ণ বড় দয়াময় , করিবারে জিহ্বা জয় ,
স্ব প্রসাদ -অন্ন দিলা ভাই ।।
সেই অন্নামৃত পাও রাধাকৃষ্ণ গুন গাও ,
প্রেমে ডাক চৈতন্য নিতাই ।।
লেখকের শেষ কথা
▶▶ আরো পড়ুন ঃ বাড়িতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পূজার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন
প্রিয় পাঠক গণ, আশাকরি আপনারা ২০২৪ সালের একাদশী তালিকা সম্পর্কে জানতে পেরে অনেক উপকৃত হয়েছেন। এটি আপনাকে একাদশী ব্রত পালনের জন্য সঠিক সময়টি জানিয়ে দেবে। আপনি চাইলে নিচে দেওয়া ডাউনলোড বাটনে চাপ দিয়ে এবছরের একাদশী তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট করে আপনার পুজোর ঘরে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারেন।
সবশেষে, আপনাদের সকলকে একটা কথাই বলতে চাই আমাদের আজকের পোস্টটি পড়ে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সেটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দিবেন। এবং এই রকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজ ও ওয়েব সাইট। নমস্কার সবাইকে
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url